শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লায় ফেল থেকে পাস করেছে ১৯০জন, জিপিএ ৫ বেড়েছে ৬৭টি

  • আপডেট সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার ||

কুমিল্লা  শিক্ষাবোর্ডের-২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফলে ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯০ জন। জিপিএ ৫ বেড়েছে ৬৭টি। আগে জিপিএ ৫ পাওয়াদের বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ৯১ জনের। 

রোববার (১০আগস্ট) সকালে এ ফলাফল প্রকাশিত হয়। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

কবির উদ্দিন বলেন, গত ১০ জুলাই  এসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ১১ জুলাই থেকে পুনর্নিরীক্ষণ শুরু হয়েছে। অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ৩৫ হাজার ৫৩১জন। মোট ৭৫ হাজার ৮৭৭ টি পাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। বিধি মোতাবেক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ফলাফল তৈরি করা হয়। 

তিনি আরো বলেন, এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষা দেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০। এখন পুনর্নিরীক্ষণে পাসের হার কিছুটা বেড়েছে। জিপিএ ৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। এখন বেড়েছে আরও ৬৭ টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz