শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

জুলাইয়ে রপ্তানি আয় বেড়েছে ২৫ শতাংশ

  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫ দেখেছেন :

অনলাইন ডেক্স

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। জুলাইয়ে পণ্য রপ্তানি হয়েছে ৪৭৭ কোটি ডলারের। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রপ্তানি হয় প্রায় ৩৮২ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। 

ইপিবির প্রতিবেদন থেকে জানা যায়, গত জুলাই মাসে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ২৪ শতাংশের মতো বেড়েছে। গত মাসে প্রায় ৩৯৬ কোটি ডলার পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৮ কোটি ডলার বেশি। গত বছরের জুলাইয়ে পোশাক রপ্তানি হয় প্রায় ৩১৮ ডলারের।

আয় পরিস্থিতি প্রসঙ্গে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যা পিড) চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, গত বছরের জুলাই ছিল আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মাস। স্বাভাবিকভাবেই মাসটিতে রপ্তানি আয় কম হয়েছিল। সে কারণে এ বছর জুলাই মাসে গত বছরের একই মাসের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি অনেক বেশি এসেছে। তবে জুলাই মাসে যে ৪৭৭ কোটি ডলারের রপ্তানি আয় এসেছে, তা সন্তোষজনক। এ ধারা বজায় রাখতে হবে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে চার হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। ওই অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় সাড়ে ৮ শতাংশ। 

চলতি অর্থবছরের প্রথম জুলাইয়ে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, মাছ, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। 

গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১২ কোটি ৭৪ লাখ ডলার রপ্তানি আয় এসেছে। গত বছরের একই মাসে যা ছিল ৯ কোটি ৮২ লাখ ডলারের। এ খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ২৯ শতাংশ। 

কৃষিপণ্য থেকে জুলাই মাসে রপ্তানি আয় হয়েছে ৯ কোটি ডলারের কিছু বেশি। গত বছরের জুলাই মাসের তুলনায় যা প্রায় ১৩ শতাংশ বেড়েছে। কৃষিপণ্যের মধ্যে সবজি ও তামাকের রপ্তানি বেড়েছে। তবে কমে গেছে চায়ের রপ্তানি। 

হোম টেক্সটাইলে গত মাসে রপ্তানি আয় এসেছে ছয় কোটি ৮০ লাখ ডলারের। গত বছরের জুলাই মাসের তুলনায় এটি ১৩ শতাংশ বেশি। 

বিভিন্ন প্রকৌশল পণ্য রপ্তানি করে জুলাই মাসে এসেছে পাঁচ কোটি ৮২ লাখ ডলারের মতো। গত বছরের জুলাই মাসে এ খাতে রপ্তানি আয় এসেছিল তিন কোটি ৩৪ লাখ ডলার। রপ্তানি আয় বেড়েছে ৭৪ শতাংশ। 

পাট ও পাটপণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় ৫ শতাংশ। জুলাইয়ে রপ্তানি হয়েছে পাঁচ কোটি ৫৪ লাখ ডলারের। গত বছরের একই মাসে রপ্তানি হয়েছিল পাঁচ কোটি ২৮ লাখ ডলারের।

গত মাসে হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানি হয়েছে চার কোটি ১২ লাখ ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৪৩ শতাংশ বেশি। বিশেষায়িত বস্ত্র রপ্তানি করে গত মাসে এসেছে তিন কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল দুই কোটি ৬৬ লাখ ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz