শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কুমিল্লায় সংসদীয় আসনের পুনর্বিন্যাসপ্রতিবাদে বিএনপিরমানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৪ দেখেছেন :


স্টাফ রিপোর্টার :
কুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে সোমবার (৪ আগষ্ট) দুপুর ১২ টায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির , মহানগর দক্ষিণ থানা বিএনপি ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা -১০ সংসদীয় আসন ভেঙ্গে ত্রিখন্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। কুমিল্লা-১০ সংসদীয় আসনের সদর দক্ষিণ উপজেলাকে (কুমিল্লা-১১) চৌদ্দগ্রাম উপজেলার সাথে যুক্ত করায় প্রতিবাদ জানানো হয়। এতে আন্দোলনকারীরা কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড এবং সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের জোর দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানবো না’ আসন পুনর্গঠন সিদ্ধান্ত বাতিল কর করতে হবে’, ‘সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা ফিরিয়ে দাও দিতে হবে’ স্লোগানে মুখরিত হয়ে উঠে আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বর ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আখতার হোসাইন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, মহানগর দক্ষিণ থানা বিএনপি আহবায়ক মোহাম্মদ হানিফ, যুগ্ম আহবায়ক সোহেল মজুমদার, লালমাই উপজেলা বিএনপি আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া অনুযায়ী, কুমিল্লা-১০ আসনের সদর দক্ষিণ উপজেলাকে চৌদ্দগ্রামের সাথে, লালমাই উপজেলাকে লাকসাম উপজেলার সাথে এবং নাঙ্গলকোট উপজেলাকে মনোহরগঞ্জের সাথে যুক্ত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz