সংবাদদাতা, মুরাদনগর ||
মুরাদনগর উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুর রহমান (১৬)৷ ১৩জুলাই থেকে নিখোঁজ। এ বিষয়ে ২৪শে জুলাই কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন আব্দুর রহমানের মা রাবিয়া বেগম। জিডি নম্বর ১৩৪৬।
রাবিয়া বেগম বলেন, তার ছেলে আব্দুর রহমান কুমিল্লা সদর দক্ষিণ থানা দিন দয়াপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। ১৩জুলাই বিকাল আনুমানিক পাঁচ টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই তার কোন খোঁজ পাচ্ছেন না তিনি।
তিনি আরও বলেন, আমার একটাই সন্তান আব্দুর রহমান। তাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমাকে মা বলে ডাক দেওয়ার মত আর কেউ নেই এই দুনিয়াতে।
কুমিল্লার সদর দক্ষিণ থানার এস আই জিয়াউর রহমান বলে, আব্দুর রহমানের নিখোঁজের বিষয়টি আমরা তদারকি করতেছি। উদ্ধার না হওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে।
রাবিয়া বেগম আরো বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুর রহমানের পড়নে ছিল খয়েরি রংয়ের পাঞ্জাবি-পায়জামা। গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি। কেউ আব্দুর রহমানের খোঁজ পেয়ে থাকলে! থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।