শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

বুড়িচংয়ে সড়কে প্রাণ গেল প্রবাসীর, আহত ৩

  • আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪ দেখেছেন :

সংবাদদাতা, বুড়িচং

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে ফারজানা পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

গত ৮ মাস আগে লাকসাম রেল স্টেশনে কুড়িয়ে পাওয়া হোসাইন নামে ৪ বছরের একটি শিশুকে লাকসাম থানা পুলিশ, কুমিল্লার দেবিদ্বার সরকারি শিশু পরিবার (বালক) শাখায় স্থানান্তর করেন।

দীর্ঘ ৮ মাস স্থানীয় সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কারণে গতকাল ২ আগস্ট খোঁজ মিলে তার পরিবারের।

শিশু হোসাইন নোয়াখালীর জেলার কোম্পানিতঞ্জ উপজেলার নামাতচর গ্রামের আলমগীর মিয়ার পুত্র। দীর্ঘ ৮ মাস পর আজ দুপুরে নোয়াখালী থেকে কুমিল্লার দেবিদ্বার পুত্র হোসাইনকে নিতে আসার পথে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক বুড়িচংয়ে সিএনজি চালিত অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘষে গুরুতর আহত হয় তার মা, নানী ও মামা। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ইব্রাহীম সরকার (৩২)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকারবাড়ীর বাসিন্দা। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগরগামী ফারজানা পরিবহনের একটি দ্রুতগামী বাস পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার মারা যান। গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস ও সিএনজি জব্দ করেছি এবং নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহীম সরকার একজন প্রবাস ফেরত ছিলেন বলে জানা গেছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz