শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলা :হাইকোর্টে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে দুদক

  • আপডেট সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৯ দেখেছেন :

ঢাকা অফিস :

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ গত ৮ জুলাই মামলাটি তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। 

পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত। উচ্চ আদালতের আদেশের পর থমকে গেছে টিউলিপের মামলার পুরো তদন্ত কাজ। এ অবস্থায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার পর্যন্ত আদেশের কপি পাওয়া যায়নি। কপি পেলে আপিল করবে দুদক। 

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট নিয়েছেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের ১৫ এপ্রিল এ ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
  
দুদকের আইনজীবী এম এ আজিজ খান বলেন, তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে তদন্ত কাজটিই বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে চার্জশিট গ্রহণ হলে আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz