শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কর মুক্ত আয় সীমা বাড়বে তবে এক বছর পর

  • আপডেট সময়: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩ দেখেছেন :

ঢাকা অফিস:

মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ– একথা স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি কমাতে নানা উদ্যোগের কথা বললেও তাদের করভার লাঘবে আগামী অর্থবছরের জন্য তিনি কোনো সুখবর দেননি, দিয়েছেন পরের দুই বছরের জন্য। 
আবার ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপসহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক কারণে ব্যবসায়িক কোম্পানির পরিচালন খরচ বেড়েছে, কমেছে প্রতিযোগিতা সক্ষমতা। তা সত্ত্বেও মার্চেন্ট ব্যাংকের করভার ১০ শতাংশ কমালেও অন্য সব কোম্পানির করপোরেট বা প্রাতিষ্ঠানিক করহার চলতি বছরের মতো অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যদিও কৌশলে তালিকাভুক্ত ও অতালিতাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক করহারের ব্যবধান সামান্য বাড়িয়েছেন।
গতকাল ঘোষিত বাজেটে অর্থ উপদেষ্টা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে ব্যক্তির করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার ঘোষণা দিয়েছেন। জুলাইযোদ্ধাদেরও করমুক্ত আয়সীমা মুক্তিযোদ্ধাদের সমপর্যায়ে (সোয়া ৫ লাখ টাকা) নির্ধারণের ঘোষণা দিয়েছেন। তবে আগামী নয়, পরের দুই অর্থবছরের জন্য।
তাঁর ঘোষণা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার সাড়ে ৩৭ শতাংশ এবং অতালিকাভুক্ত হলে ৪০ শতাংশ করহার বহাল থাকছে। সিগারেট বা বিড়ি প্রস্তুতকারক এবং মোবাইল অপারেটর কোম্পানির করহার বর্তমানের ৪৫ শতাংশ বহাল থাকছে। তবে মোবাইল অপারেটর কোম্পানি ১০ শতাংশ শেয়ার ছেড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে করহার ৪০ শতাংশ করহার বহাল রেখেছেন। তবে আইপিওতে ২০ শতাংশ শেয়ার ছাড়লে সংশ্লিষ্ট বছরে ১০ শতাংশ রেয়াত নেওয়ার নতুন সুযোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।


এসব কোম্পানির বাইরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করহার সাড়ে ২২ শতাংশ, অতালিকাভুক্ত কোম্পানির করহার সাড়ে ২৭ শতাংশ বহাল রেখেছেন তিনি। 
কর ব্যবধান বাড়াতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির করভার আড়াই শতাংশ কমাতে চলতি বাজেটের তুলনায় কিছুটা ছাড় দিয়েছেন অর্থ উপদেষ্টা। চলতি বাজেট অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি যদি পুরো আয়ের পাশাপাশি একক ব্যয়ে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং বছরের সর্বোচ্চ ৩৬ লাখ টাকার ব্যয়ের অতিরিক্ত সব ব্যয় ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন করে, তবে কর দিতে হবে ২০ শতাংশ। এই আড়াই শতাংশ কর ছাড় নিতে নতুন বাজেটে তিনি আয়ের পুরোটা ব্যাংকিং মাধ্যমে গ্রহণের শর্ত দিয়েছেন।
একইভাবে অতালিকাভুক্ত কোম্পানিরও ব্যাংকিং মাধ্যমে লেনদেনের মাধ্যমে আয়, ব্যয় ও বিনিয়োগে স্বচ্ছতা এনে বিদ্যমান সাধারণ করহারের থেকে আড়াই শতাংশ করছাড় নেওয়ার সুযোগ চলতি বাজেটে আছে। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz